
অপরূপা কাঞ্জিলাল : আলিয়া নন,রণবীরের প্রথম স্ত্রী অন্য মহিলা! আর এ কথা বলেছেন রনবীর নিজেই। গত বছরের এপ্রিল মাসে রণবীর কাপুর এবং আলিয়া ভাট সাত পাকে বাঁধা পড়েছিলেন। চলতি বছরে একমাত্র মেয়ে রাহাকে নিয়ে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই তারকা দম্পতি। স্ত্রী এবং সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন রণবীর। আর তার মধ্যেই হঠাৎ সংবাদমাধ্যমের সামনে রণবীর বলে বসলেন, “আমার সঙ্গে আলিয়ার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তার আগেও আমার সঙ্গে আরও একটি মেয়ের বিয়ে হয়েছে।” আর এমনটা শোনা মাত্রই প্রশ্ন উঠেছে, এই বিয়ের কথা এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন রণবীর? তাহলে কি এই বিয়ের কথা আলিয়াও জানে? প্রশ্নের উত্তরে অবশেষে হাসি মুখে নিজের প্রথম বিয়ের কথা জানালেন রণবীর কাপুর।

তিনি বলেন, “একবার একটি মেয়ে আমার বাড়ির কাছে এসেছিল আর আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে চলে যায়। রীতিমতো প্রথা মেনে পুরোহিত ডেকে এনে দরজায় তিলক লাগিয়ে বিয়ে করেছিল সে। তখন আমি বাড়িতে ছিলাম না। সেই মেয়েটিকে আমি দেখতেও পাইনি। কিন্তু এটা অবশ্যই বলব ওই মেয়েটার সঙ্গেই আমার প্রথমে বিয়ে হয়েছিল। তাই আলিয়া আমার প্রথম স্ত্রী নয়, বরং আমার প্রথম স্ত্রী ঐ মেয়েটি।” মজার ছলে এই কথাটি বলে আরও একটি বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে খুল্লামখুল্লা কথা বললেন অ্যানিমেল খ্যাত এই অভিনেতা।প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ সিনেমাটির অসাধারণ সাফল্যের পর রাতারাতি স্টার থেকে সুপারস্টার হয়ে উঠেছেন রণবীর কাপুর। সিনেমার শেষে গল্পটিকে এমনভাবেই গোছানো হয়েছে যাতে বোঝা যায় এই সিনেমার আরও একটি পার্ট নিয়ে আসা হবে খুব শীঘ্রই। আপাতত রণবীর এর হট অ্যান্ড বোল্ড রণবিজয়কে আরেকবার দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। তবে এবার হয়তো এক নয় দুই রণবিজয় কে দেখবেন দর্শকরা যার ঝলক দেখানো হয়েছে অ্যানিম্যালের শেষাংশে।