
জয়ন্ত সাহা, আসানসোল: একেবারে ভর দুপুরে রানি গঞ্জের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি । ব্যাপক চাঞ্চল্য এলাকায়।জানা গেছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাত জনের একটি দুষ্কৃতির দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় বেঁধে হঠাতই ঢুকে পড়ে রানীগঞ্জ নেতাজি সুভাষ বোস রোডের উপর একটি সোনার দোকানে। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাণীগঞ্জ থানা, শ্রীপুর ফাঁড়ি এলাকার পুলিশ। এরপরেই পুলিশ ও ডাকাতদের মধ্যে প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। দুই জন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা গেছে।। জানা গেছে বাস মালিক সংগঠনের নেতা সুদীপ রায় এই দোকানটির মালিক। তিনি নিজেও সে সময় দোকানে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।মনে করা হচ্ছে ডাকাত দল পাঞ্জাবী মোড় হয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে পালিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে ঝাড়খণ্ড এলাকায় নাকা তল্লাশী করা হচ্ছে,সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ