
অপরূপা কাঞ্জিলাল: নামের মহিমা এবার রণবীর দীপিকার সন্তানের। নাম নিয়ে দারুন চমক সামনে এলো। মা হয়েছেন দীপিকা পাড়ুকোণ। রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর জন্ম হয় এক কন্যাসন্তানের। মুম্বাইয়ের কোকিলাবেন বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে মা এবং নবজাতক কন্যা রয়েছেন। এই হাসপাতালের মালিক মুকেশ আম্বানি। দীপিকা পাড়ুকোনের কন্যা সন্তানের জন্মের খবর পাওয়া মাত্রই সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি। শোনা যাচ্ছে শুধু দেখতে নয় সাথে নিয়ে গিয়েছিলেন দামি উপহার।
এদিকে দুই থেকে তিন হলেন দীপিকা-রণবীর তাতেই খুশির হাওয়া তাঁদের পরিবারে। তবে এবার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে দীপবীর অনুরাগীদের মধ্যে। আর হবে না এই বা কেন বাবা মা বলিউডের সুপারস্টার বিশ্বজোড়া খ্যাতি তাদের সন্তানকে নিয়ে আলোচনা তো হবেই।নেটিজেনরা বলিউডের এই পাওয়ার কাপলকে অভিনন্দন জানাচ্ছেন এবং পাশাপাশি তাঁদের মেয়ের জন্য একটি সুন্দর নামও প্রস্তাব করছেন।দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের ভক্তরা ‘আর’ অক্ষর দিয়ে শুরু করে তাঁদের মেয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। এই নামটি হল রবিকা, যা দুটি নামের সমন্বয়ে তৈরি হয়েছে। একজন নেটাগরিক দীপিকা ও রণবীরের নাম মিলিয়ে ‘রাধিকা’ নামটি সাজেস্ট করেছেন, অন্য একজন আবার‘রুহানি’ সাজেস্ট করেছেন।