
বিক্রমাদিত্য বিশ্বাস ,রায়গঞ্জ: বিজেপির প্রার্থী তালিকা ঘোষনার পরই ছন্দপতন। ফেসবুকে একটি পোস্ট করে বিজেপির জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বাসুদেব সরকার। ত তার পদত্যাগ পত্র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তার ট্যাগ লাইনে নেতাজীর বিখ্যাত একটি উক্তি উদ্ধৃত করেছেন তিনি। বাসুদেব লিখেছেন ” চির উন্নত বিদ্রোহী শির লোটাবো না কারও পায়ে তোমারেই শুধু করিব প্রণাম, অন্তরতম প্রভু! জীবনের শেষ শোনিত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে রহিবে বিবেক সে শুধু আমার! ” – নেতাজী।
“My knee shall bend I shall calmly pray to my God and God alone My body is in my country’s hands But my conscience is my own”
– Netaji.
একে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহলের ধারণা সদ্য তৃণমূল থেকে আসা মানষ ঘোষকে প্রার্থী করার জন্যই পদত্যাগ করেছেন তিনি। এই ঘটনার পর বিজেপির অন্দরের কোন্দল আবারও প্রকাশ্যে চলে এলো বলে মনে করা হচ্ছে ।