
বিনোদন ডেস্ক :বর্তমানে ভারতে পরিসংখ্যান রিপোর্ট বলছে ৪৬ জন নারী প্রতি দিন ধর্ষিত হচ্ছে, ৪৯ জন নারী প্রতি ঘণ্টায় লাঞ্চিত হচ্ছে ( ২০২১ NCRB)। তাছাড়া অর্ধেক কেস নথিভুক্ত হয় না, রাজনৈতিক বা ধর্মীয় বা সামাজিক লজ্জায় কিংবা ভিক্টিম এর পরিচিত বলে। বছরের পর পর জাস্টিস জাস্টিস করে যায়, কিন্তু no justice. আমরা মোমবাতি নিয়ে মিছিল করি, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করি। কিন্তু একটা সময় একটা কেস সবার কাছে সাবজেক্ট হয়ে যায়। আমরা নুতন ভাবে জাস্টিস পাওয়ার আশায় The Red Files । তার অফিসিয়াল ট্রেলর লঞ্চ হয়ে গেলো এদিন। ছবিটির ডিরেক্টর কিংশুক দে। প্রোডিউসার মিনু পারেখ ও নীলেশ পারেখ। এই ঘটনার সঙ্গে অনেকে সাম্প্রতিক সময়ের রাজনীতির পরিসরের সঙ্গে মিল পাওয়া যায়। অতীতে বামফ্রন্ট সরকারের সময় বানতলার ঘটনাও তুলে ধরা হয়েছে। ছবির অভিনেতাদের বক্তব্য
এই ছবি ভাবাবে, যা প্রতিবাদের ভাষা শেখাবে।