
ওঙ্কার ডেস্ক: “রেমাল” ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে হুগলিতে। পূর্বাভাস অনুযায়ী ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলীতে। “আমফান” ও “আয়লা” ঝড়ের সম্মুখীন হয়ে সমস্যার সম্মুখীন হয়েছে গোটা হুগলী জেলা বিস্তীর্ণ এলাকা।
তাই এবার আগে থেকেই তৎপর রয়েছে হুগলী জেলার প্রশাসন সহ পৌরসভা কর্তৃপক্ষ। মাইকিং করা হচ্ছে জনস্বার্থে। কোন সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খোলা হইছে কন্ট্রোল রুম এছাড়াও বিপর্যয় মোকাবিলা দল একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।