
অনুপ রায়,হাওড়া:আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ তারিখ বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে হতে চলেছে নবান্ন অভিযান ।আর এই অভিযানের আগে হাওড়া সিটি পুলিশের চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়লো কোনা এক্সপ্রেসওয়ে বেলে পোলের মোড়ে। রবিবার দুপুরে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে বেলেপোলের মোড়ে কোনা এক্সপ্রেসওয়ের উপর শক্তপোক্ত লোহার ব্যারিকেট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রশাসন। লোহার বড় বড় ব্যারিকেডের অংশ কোনা এক্সপ্রেসওয়ে এর ওপর ড্রিলিং করে ওয়েল্ডিং এর কাজ চলছে।
এছাড়াও নবান্ন অভিযানের দিন যাতে আইনশৃঙ্খলা কোনওভাবে বিঘ্নিত না হয় , সেদিক নজরে রেখে বিরাট ফোর্স নামছে রাস্তায়। সেদিন ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার দেখভাল করার দায়িত্বে থাকছেন সূত্রের খবর । এছাড়াও থাকছেন ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার এবং ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার। পাশাপাশি থাকছে ২৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার সহ ২ হাজারের বেশি পুলিশ। । আর এই ফোর্স থাকছে শুধুমাত্র নবান্ন ও তার চারপাশে।লক্ষ্য একটাই, মঙ্গলবারের জমায়েত ঘিরে যেন কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয় নবান্ন সংলগ্ন এলাকায়।