
প্রশান্ত দাস, মালদা : আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি প্রসেনজিৎ বর জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না। তাদের কর্মবিরতি চললে জরুরী বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্ট প্রভাব পড়বে।
আর জি করের মতো প্রথম সারির মতো একটা সরকারি হাসপাতালে এইরকম নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য. জেলায় জেলায় কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা. তাঁরা বলছেন, আগে বাঁচবো তারপর তো বাঁচাবো. এই চিকিৎসকদের দাবি, দ্রুত দোষীদের চিন্হিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে.