
স্পোর্টস ডেস্ক :আরজিকর কাণ্ডে এবারে পথে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরী থেকে আগামী বুধবার সন্ধ্যা ৭. ৩০ টায় এক প্রতিবাদ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। সৌরভের ক্লাব বড়িশা প্লেয়ার্স কনার্স থেকে এই মিছিল শুরু হবে। ডোনা থাকলেও সৌরভ থাকবেন কিনা সেটা জানা যায়নি। গত শনিবার সৌরভকে জিজ্ঞাসা করা হয় তিনি পথে নামবেন কিনা! সৌরভ বলেন, দেখা যাক। যদিও ডোনা শনিবারই পথে নামার বার্তা দিয়েছিলেন। সৌরভ আরজিকর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে ইতিমধ্যেই ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি ব্ল্যাক করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্স হ্যান্ডেল সহ, ইনস্টাগ্রাম এমনকি নিজের হোয়াটস অ্যাপ ডিপিও ব্ল্যাক। অর্থাৎ নীরব প্রতিবাদ তিনি করেছেন। এবারে দেখার তিনি রাস্তায় নামেন কিনা!