
ওঙ্কার ডেস্ক : জেলায় জেলায় চলছে থানা ঘেরাও অভিযান। কলকাতার আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ যেন আর শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। তা ইতি মধ্যেই ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আর এই প্রতিবাদের জেরে থানা ঘেরাও করছে সাধারণ মানুষজন থেকে শুরু করে বিরোধী দলগুলিও।
দলমত নির্বিশেষে, রাজনীতির পতাকা দূরে সরিয়ে দোষীদের শাস্তি চাই, এই দাবি উঠলেও রাজনীতি যেন পিছু ছাড়ছে না এই ঘটনাকে কেন্দ্র করে। যার ফলস্বরূপ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভায় দেখা গিয়েছে “রাম- বাম চক্রান্ত”লেখাটি। শুধু তাই নয় প্রতিবাদ করতে গিয়ে আটক হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।যা নিয়ে ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষের ঝড়। তাই মহিলা চিকিৎসক খুনের দোষীদের শাস্তি দিতে এবং শুভেন্দু অধিকারীকে আটকের কারণে এবার নন্দীগ্রাম থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক শহরগুলোর মধ্যে পাখির চোখ নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে এবার থানা ঘেরাওকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। থানা ঘেরাওর সময় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশেরও । পুরো এলাকায় ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়।
আরজি করের ঘটনার প্রতিবাদে রায়দিঘি থানার সামনে বিক্ষোভ বিজেপির। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘী থানার সামনে কয়েকশো বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করলেন। যার নেতৃত্বে মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক পলাশ রানা।
শুক্রবার জেলায় জেলায় চললো বিজেপির থানা ঘেরাও কর্মসূচি. বসিরহাটেও ধরা পড়লো একই ছবি. এদিন থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রেখা পাত্র. তিনি বলেন, ‘আমাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ. দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন রেখা’.
একইভাবে নারী নির্যাতন, খুন-ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত হলো নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি. এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতা এবং কর্মীরা। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘নিজের আত্মীয়কে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, নির্যাতিতার বিচারের জন্য নয়’
সারা রাজ্যের মতো উত্তরবঙ্গেও দিনভর চললো বিজেপির থানা ঘেরাও কর্মসূচি. শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা বিভিন্ন থানা বিজেপির পক্ষ থেকে ঘেরাও করা হয়। এদিন দুপুর একটা নাগাদ মাটিগাড়া থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকেরা।