
স্পোর্টস ডেস্ক :একের পরে এক মরসুমে দিল্লি ক্যাপিটালসের খারাপ পারফরমেন্স জের! চাকরি গেল দিল্লি ক্যাপিটালস কোচ তথা অস্ট্রেলিয়াকে ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ক রিকি পন্টিংয়ের।দীর্ঘ সাত বছর পর আইপিএলে দিল্লির কোচিং করেন পন্টিং। আর পন্টিংয়ের সরে যাওয়ার পরেই জল্পনা হয়ত দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কোচের হটশিটে । যদিও সৌরভ নিজে উড়িয়ে দিলেন কোচ হওয়ার জল্পনা। এদিন মহারাজ লন্ডন থেকে জানালেন,’নানা আমি কোচিং করাব না।’ এরপরই সৌরভ বললেন,’জিওফ্রে বয়কট একদম ঠিক কথা বলেছেন। এই কয়েক বছরে রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি।’
আগামী মরসুমে আইপিএলের মেগা নিলামের আগে বেশ কিছু ভালো মানের প্লেয়ার নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইংল্যান্ডের জেমি স্মিথ সৌরভের পছন্দ । তাঁর কথায়, দিল্লি ক্যাপিটালসকে আইপিএল জেতাতে চাই এটাই আমার স্বপ্ন।’