
ওঙ্কার ডেস্ক: ২০০৭ সালে গোটা দেশে সারা ফেলে দিয়েছিল ‘ওম শান্তি ওম’ মুক্তি পেয়েছিল। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর ডেবিউ হয়েছিল এই ছবির মাধ্যমে, শিরোনামে এসেছিল নানা খবর। পাশাপাশি সেই সময় ঘটেছিল আরও একটি খবর, যা অনেকেরই অজানা। সদ্যপ্রয়াত অভিনেতা মনোজ কুমার সংক্রান্ত একটি সিন ছবিতে রাখার ‘অপরাধে’ শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছিলেন এই কিংবদন্তি।
সিনেমার একটি সিনে দেখা গিয়েছিল, একজনের পাস চুরি করে ছবির প্রিমিয়ারে ঢুকে পড়ে শাহরুখ খানের চরিত্র ওম প্রকাশ মাখিজা। যাঁর পাস চুরি যায়, তিনি আর কেউ নন, মনোজ কুমার। সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ তাকে চিনতে পারে না, কারণ মনোজ কুমারের বিখ্যাত ‘হাতের পাতা দিয়ে মুখ ঢাকা’র ভঙ্গি নকল করে ওম হলে ঢুকে পড়ে।
মনোজ কুমার এই ঘটনায় অসন্তুষ্ট হন। যদিও জানতে পেরে শাহরুখ ক্ষমাও চেয়েছিলেন অভিনেতার কাছে। বলেছিলেন, ‘আমার আরও সচেতন থাকা উচিত ছিল, আরও আগে কল করে জানানো উচিত ছিল’। পরবর্তীকালে পরিচালক ফারহা খান এবং শাহরুখ দু’জনেই মনোজ কুমারের অপছন্দ হওয়ায় এই সিন সরিয়ে দেওয়া নিয়ে সম্মত হন।
তবে ২০১৩ সালে জাপানে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’ সেই ছবিতে ছিল ওই সিন। এই খবর জানার পর আইনি পদক্ষেপ নেন মনোজ কুমার। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণও চেয়েছিলেন তিনি। পরবর্তীকালে তাঁর মনে হয়েছিল আইনি কোনও পদক্ষেপ নিয়ে শাহরুখ বা ফারহা খানের মনে দায়িত্ববোধ আনা সম্ভব নয়। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখ খানও।