
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা:
রাস্তার অবস্থা বেহাল, এবারে রাস্তা সারাই-এর দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত রায়দিঘী বিধানসভার কাশীনগর বাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ। অল্প বৃষ্টিতেই জলে টইটম্বুর হয়ে যায় এই রাস্তা। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া সহ সকলকেই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয়।প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হলেও সমস্যা থেকে মুক্তি পাননি এলাকার বাসিন্দারা ,তাই এবারে বাধ্য হয়ে কাশিনগর বাজারের মূল রাস্তা অবরোধ করলেন স্থানীয় মানুষজন।
পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান মথুরাপুর টু এর জয়েন্ট বিডিও।ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘি থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। এদিন নিজেদের দাবিতে কার্যত অনড় ছিলেন অবরোধকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।