
নিজস্ব প্রতিনিধিঃ ১৫ বছরে মেটেনি তৃষ্ণা, তাই এবার জল দিলে তবেই ভোট, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের।বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছালে ভোট পাবে, যে বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে তাকেই ভোট দিব। সোমবার সকালে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এমনই দাবি জানালেন জলপাইগুড়ির বানারহাটের এল আর পি মোরের বাসিন্দারা। পানীয় জলের দাবিতে সোমবার সকালে বানারহাটের এলআরপি মোড় সংলগ্ন এলাকায় বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলআরপি মোড় সংলগ্ন হাইওয়ের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ,দীর্ঘ কয়েক মাস থেকে তারা নিয়মিত পানীয় জল পাচ্ছে না। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। ভোটের আগে শুধু প্রতিশ্রুতি মেলে।তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধ করেছেন। তাদের দাবি, আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে হবে তাহলেই তারা ভোট দিবে ।যে দল বাড়িতে পানীয় জল পৌঁছে দিবে সেই দলকে তারা ভোট দিবে। দীর্ঘক্ষণ পথ অবরোধের জাতীয় সড়কের দু’ধারে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে জলের সমস্যার সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।