
স্পোর্টস ডেস্ক: দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট জেতাই তাঁর লক্ষ্য। জুনে শুরু টি২০ বিশ্বকাপ। তারপর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেদিকেই নজর রোহিতের। আপাতত মুম্বইয়ের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত নেই। তিনি এখন আর মুম্বইয়ের অধিনায়ক নন। তাই নিশ্চিন্তে ব্যাটিংয়ে মন দিয়েছেন। সেই রোহিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অবসর নিয়ে এখনও কিছু ভাবিনি। এখনও ছন্দে আছি। তাই আরও কয়েক বছর খেলব। তারপর যা হয় দেখা যাবে। দেশের হয়ে বিশ্বকাপ ও ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চাই।’ প্রসঙ্গত, রোহিতের বয়স এখন ৩৬। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে উঠেও জিততে পারেননি। রোহিত বলেছেন, ‘আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টে আমরা ভাল খেলেছি। একটা খারাপ দিন আসতেই পারে। সেটা ছিল ফাইনালে। দেশের মাটিতে দর্শকদের সামনে খেলেছি। সবাই সমর্থন করেছে। ফাইনালে খারাপ খেলেছি বলে মনে করি না। কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি।