
নিজস্ব প্রতিনিধি :——-কলকাতার রোটারি ক্লাব অব ক্যালকাটা ম্যাজেস্টিকের ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন হল। সেখানে শীর্ষেন্দু নিয়োগী হলেন নতুন সভাপতি আর অন্নপূর্ণা রায় চৌধুরী হলেন সচিব। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণা এদিন জানালেন,’রোটারির সঙ্গে বরাবরই আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। এদের অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। সবার সঙ্গে দেখা হল বেশ ভালো লাগছে।’ সুরজিৎ বললেন,এই প্রতিষ্ঠান একসময়ে আমার কাছে নতুন ছিল কিন্তু এখন আর নতুন নয়। ১০ বছর হয়ে গেলো এদের সঙ্গে যুক্ত। একটা পরিবারের মত হয়ে গেছে। খুব ভালো লাগে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে চিন্তাধারা ভাগ করে নিই। আর এদের মূল বৈশিষ্ট এরা প্রত্যেকেই খুব সৎ। সেই কারণে কাজ করতে পেরে ভালো লাগে আরও।’নতুন সচিব অন্নপূর্ণা রায় চৌধুরী জানালেন, দেশের, সমাজের জন্য কাজ করতে চাই। যারা সত্যিই দুস্থ তাঁদের ভালো করতে চাই। আরও অনেক কিছুই পরিকল্পনা আছে আমাদের কাজের মধ্য দিয়ে সেটা সামনে আসবে।’নতুন সভাপতি শীর্ষেন্দু নিয়োগীও বেশ খুশি।