
বাবলু প্রামাণিক,মৈপীঠ: অবশেষে খাঁচাবন্দি মৈপীঠের বাঘ। স্থানীয় সূত্রে খবর,রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরীমোহনপুরের লোকালয়ে ঢুকে পরে বাঘ।আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় বন দফতরে। খবর পেয়ে নজরদারি শুরু করে বন দফতর। জাল দিয়ে ঘিরে দেওয়া হয় জঙ্গলের চার। ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায়। এরপর শুরু হয় বাগ বন্দি খেলা। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল। খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় বাঘ মামা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটির শারীরিক পরীক্ষানিরীক্ষার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।রবিবার সকালে মৈপীঠের বাসিন্দারা গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তার পরই খবর যায় বন দফতরে। বনকর্মীরা এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। স্থানীয় সূত্রে খবর, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করতে দেখা যায় বাঘ মামা কে । নাইলনের জাল দিয়ে জঙ্গলের সেই অংশ ঘিরে ফেলে বন দফতর। বার বার মৈপীঠে বাঘ ঢুকে পড়ায় উঠছে প্রশ্ন। একটি বাঘই বার বার এলাকায় হানা দিচ্ছে, না কি অন্য বাঘ, তা নিয়েও ধোঁয়াশায় বনকর্মীরা।
ভিডিও দেখুন-