
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরসুম শুরু হতেই সুন্দরবনে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। সচোক্ষে বাঘ মামার দর্শন পেতে মুখিয়ে থাকেন পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত পাওয়া সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যই ভিড় দেখা যায় প্রতি বছর।জানা গেছে কলকাতা থেকে ৭ জন পর্যটক সুন্দরবনে বেড়াতে আসেন। রায়দিঘী রেঞ্জের বনী ক্যাম্পে বেড়াতে এসেছিলেন তারা। এখানেই দেখা মেলে বাঘের। এত কাছ থেকে বাঘ দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে মুঠো ফোনে বন্দি করে নেন বাঘের ছবি। শীতের সকালে রৌদ্র পোহাতে দেখা যায় বাঘের। বাঘের দৌড়ে বেড়ানোর ছবিও ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। একটা দুটো নয় একবারে এক সঙ্গে দুজোড়া বাঘের দেখা মিললো। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই উল্লাসিত পর্যটকরা। এইভাবে বাঘের দেখা মিলবে ভাবতে পারেননি পর্যটকরাও, তাই সঙ্গে সঙ্গেই ক্যামেরা বন্দি হল বাঘের দল।এদিকে মরশুমেরর শুরুতেই বাঘের দেখা পাওয়ায় আশার আলো দেখছেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা। বাড়তি লাভের আশায় বুক বাঁধছেন লঞ্চের মালিকরাও।
সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার । বাংলাদেশের মধ্যে রয়েছে সুন্দরবনের ৬ হাজার ৫১৭ বর্গ কিলোমিটার । বাকি অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। বাংলায় বাঘের সংখ্যা বৃদ্ধি হয়ে ১০২টি হয়েছে ৷ ২০১০ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল ৭৮ । ২০১৮ সালে তা বেড়ে হয় ৮৮ । এই মুহূর্তে সেই সংখ্যাটা ১০২। তবে শুধু সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে বাঘ রয়েছে ১০১।