
বিক্রমাদিত্য বিশ্বাস রায়গঞ্জ:রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের পুজো এবার ৫২তম বর্ষে পদার্পণ করলো । সম্পূর্ণ পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে এবার এই পুজোর প্যান্ডেল তৈরি করেছেন দক্ষিন দিনাজপুরের বালুরঘাটের শিল্পীরা ।উদ্যোক্তাদের আশা চন্দননগরের সুদৃশ্য লাইট এবং স্থানীয় শিল্পীর দ্বারা তৈরি প্রতিমা রায়গঞ্জের দর্শনার্থীদের এবারও চমক দেবে। পুজো উদ্যোক্তা অর্ণব মন্ডল জানিয়েছেন এবার মায়ের বিসর্জনে ভারতীয় শিল্পীদের পাশাপাশি কিউবার শিল্পীরাও অংশ গ্রহণ করবেন।