
ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থানে হামলা চালাল রুশ বাহিনী। সেদেশের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ৬ শিশু-সহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার ক্রিভি রিহ শহর হামলা চালায় রাশিয়া। চলতি বছরে পুতিন বাহিনী কর্তৃক এটি সবচেয়ে বড় হামলা বলে জানা গিয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেষ্টা চালাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে এই হামলার ঘটনা ঘটল।
ইউক্রেনের নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক জানিয়েছেন, রাশিয়ার হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয় ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। তিনি আরও বলেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখমদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।