
ওঙ্কার ডেস্ক: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খালিস্তনপন্থীদের। ব্রিটেন সফরে গিয়ে লন্ডনে তিনি হামলার মুখে পড়েন। হামলার চেষ্টার পাশাপাশি ছেঁড়া হল ভারতের জাতীয় পতাকা। বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী আসবেন সেই খবর আগে থেকে জানতে পেরেছিল খলিস্তানপন্থীরা। বিক্ষোভ দেখাতে ভারতের পতাকা নিয়ে জড়ো হয়েছিল রাস্তার পাশে। অভিযোগ, তারা ভারত বিরোধী স্লোগানও দেয়। কর্মসূচি সেরে এস জয়শঙ্কর বেরোনোর সময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে এক ব্যক্তি আচমকা ছুটে আসেন বিদেশমন্ত্রীর গাড়ির উদ্দেশে। তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে জাতীয় পতাকা ছিঁড়ে দেয় ওই খালিস্তানপন্থী ওই বিক্ষোভকারী। যদিও সঙ্গে সঙ্গে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়।
অন্যদিকে ব্রিটেনে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়।’ এই হামলার পিছনে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
উল্লেখ্য এর আগে, ‘শিখস ফর জাস্টিস’ এর সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর উপর হামলা চালিয়েছিল। স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে সেই হামলার ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেন সফরে গিয়ে বুধবার সে দেশের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, সেই দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।