
নিজস্ব প্রতিনিধি, দায় স্বীকার শাসক দলের নেতাদের।উস্তি থানার বলরামপুরের পানীয় জলের টিউওয়েলগুলি খারাপ দীর্ঘদিন ধরে। এলাকার মানুষ জল পাচ্ছে না, অন্যদিকে রাজবল্লভপুর বাজারের সাবমার্সেলও খারাপ হয়ে পড়ে আছে বেশ কয়েক মাস। পানীয় জল না পাওয়ায় এলাকার মানুষ দোষ দিচ্ছেন শাসক দলের নেতাদের উপর।
নেতারা তাদের ব্যর্থতার দায়ও স্বীকার করছেন। অন্যদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য সুফল ঘাঁটুর দাবি শাসক দলের ভুতের মুখে রাম নাম। প্রচন্ড দাবদাহের দিন আসছে। মানুষ জলের জন্য হাহাকার করবে, তাই অবিলম্বে এই পড়ে থাকা কলগুলো সংস্কার না করলে জলের জন্য হাহাকার দেখা দেবে এই এলাকাগুলোতে। তবে সংস্কার কিংবা নতুন কবে হবে সেটা বলবে ভবিষ্যৎ, দেখার অপেক্ষায় এলাকার মানুষ।