
প্রশান্ত দাস,মালদা : মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘিরে দিনভর উত্তেজনা জারি রাজ্যজুড়ে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় গণনা। অধিকাংশ জেলায় শাসক দল ভাল ফল করলেও বিরোধীরাও বিভিন্ন আসনে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে চলেছে। মালদহেও দেখা গেল একই চিত্র। মালদহে এবার নিজের বুথেই পরাজিত হলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক- ১ নম্বর পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথে দেখা গেল এই চিত্র। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন হাসিদুর রহমান। অন্যদিকে কংগ্রেসের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মাহতাব শেখ। তিনি ১১০ ভোটে জয়ী হয়েছেন। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ জানান, এই জয়ে তিনি খুবই খুশি। এর জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
নিজের বুঝে তৃণমূলের হার প্রসঙ্গে এখনও পর্যন্ত সাবিনা ইয়াসমিনের কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে নিজের বুথেই সাবিনা ইয়াসমিনের এই পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।