
ওঙ্কার ডেস্ক : সাদ্দাম সর্দার. সোনার প্রতিমা বিক্রির নামে প্রতারণার ঠগচাচা. যার ঘরের খাটের নিচে সুড়ঙ্গ দেখে চোখ কপালে উঠেছিল তদন্তকারী আধিকারিকদের. এবার সাদ্দামের আরও একটি বাড়ির খোঁজ মিললো.
জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার কেওড়াখালিতে আরও একটি বাড়ি রয়েছে সাদ্দামের. সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি. শুধু কি তাই ! পাওয়া গেছে দুটো বহুমূল্যের মূর্তিও.
প্রসঙ্গত, পুলিশ হেফাজতে রয়েছে সাদ্দাম. দুদিন পর শেষ হবে মেয়াদ.তার আগে তাকে জেরা করে এই বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ বলে খবর. এরপর সাদ্দামকে নিয়েই এই বাড়িতে হানা দেন আধিকারিকরা. সেই সময় তল্লাশি চালাতে গিয়ে এই আগ্নেয়াস্ত্র-মূর্তির খোঁজ পায় পুলিশ.
উল্লেখ্য, নকল সোনার কারবারের তদন্তে নাম জড়ায় এই সাদ্দামের. তারপরেই তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ. পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল সাদ্দাম. তবে, শেষ রক্ষা হয়নি. পরে মান্নান খান নামে এক নেতার ভেরি আলাঘর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ.