
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: ইডির উপর হামলার ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অপরদিকে শাহজাহান কে গ্রেফতারের পর , সকালে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, ‘। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির ওপরে কোনও বিধিনিষেধ নেই, তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি।’পুলিশের হাতে শাহজাহান গ্রেফতার হতেই কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালি। গ্রেফতারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন। লাল, সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তাঁরা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়। শাহজাহানের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখালি। প্রসঙ্গত, আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহানের ডান হাত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। এবার শাহজাহান গ্রেফতার হতেই খুশ বিক্ষুব্ধ জনতা।তবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সন্দেশ খালির একাধিক এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।