
অপরূপা কাঞ্জিলাল : সইফের সঙ্গে থাকা যায় না,বরের বাড়িতে থাকায় এখনও স্ট্রাগল করছেন করিনা! হঠাৎ এসব কি বলে বসলেন নবাব-পত্নী! তবে কি দাম্পত্যে ভালো নেই কপুরকন্যা?
কাপুর বংশের মেয়ে তিনি এবং পতৌদির বর্তমান নবাব সাইফ আলী খানের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা।বলিপাড়ায় ২৪ বছর পার করে ফেলেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য সফল ব্যবসায়িক ছবি। এছাড়াও রয়েছে বেশ কিছু অন্য ধারার ছবি যা রীতিমতো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে হাতেগোনা তিন-চার জন মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম করিনা। যিনি ছবি পিছু ১০-১৫ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে, বর্তমানে চরিত্রই তার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। একটি সাক্ষাৎকারে মোটা পারিশ্রমিক নিয়ে করিনা বলেন, ‘আমি যা আশা করি, আমি সেটাই চাই! আমি মনে করি এটা আমার অভিনয়ের বিষয় নয়। আমি যে চলচ্চিত্রগুলি বেছে নিয়েছি তা অর্থের উপর ভিত্তি করে নয়। এটা সব সময়ই ছিল যে আমি যদি কোনও চরিত্র পছন্দ করি তবে আমি কম পারিশ্রমিকেও ছবিটি করতে পারি। এটা নির্ভর করে আমার মেজাজের ওপর, ছবিটা কী, আমাকে কেমন চরিত্র অফার করা হয় তার ওপর। আমি কেরিয়ারের সেই পর্যায়ে আছি যেখানে আমি মনে করি যে আমি এমন করতে পারি। অবশ্য সেটা যদি বড় কমার্শিয়াল ফিল্ম হয় তাহলে হয়তো আপনি যা বলবেন তাই কম’! এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সাক্ষাৎকার চলাকালীন তিনি এমন একটি কথা বলে বসলেন যা রীতিমতো আলোচনায় উঠে এসেছে। তার কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে স্ট্রাগল করার প্রসঙ্গে তিনি বলে বসেন ‘এটা আমার স্বামীর বাড়ি! আমরা এখানে বসে এই ইন্টারভিউ দিচ্ছি, তাই আমি শুধু স্ট্রাগলই করছি!’
তাহলে কি? নবাবের সুবিশাল বাড়ির অন্দরে ভালো নেই নবাব পত্নী? তিনি কি তবে সাইফ আলী খানের সুবিশাল প্রাসাদকে নিজের বাড়ি বলে মনে করতে পারেনি? শুধু তাই নয় তাদের দাম্পত্য জীবনের অশান্তি নিয়েও মুখ খুলেছেন তিনি তিনি বলেন ‘সাইফের সঙ্গে বিয়ের পর তার ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে বর্তমানে অনেক বেশি দায়িত্বশীল হতে শিখেছি’ পাশাপাশি কারিনা কাপুর আরো বলেন ‘বিবাহিত জীবনে কঠিন সময়ও দেখছি এরকমও হয়েছে শুট ছেড়ে ভোর সাড়ে চারটে বাড়ি ফিরেছে স্যার সকালে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ও ঘুমোচ্ছে। পরের দিন আবার ব্যাংকক চলে যেতে হল তাই এক বাড়িতে থেকেও দেখা হয় না অনেক সময়।’ আর এই সাক্ষাৎকারে বলা কথাগুলিই থেকে অনেকেই মনে করছেন তবে কি কারিনার জীবনে দাম্পত্য অশান্তি তাকে হতাশ করছে? যদিও করিনা কাপুর খান এবং সাইফ আলী খানকে প্রায় সময় দেখা যায় অবসরকালীন ছুটি কাটাতে এবং সন্তানদের নিয়ে কাটানো সেই মুহূর্তগুলি ফ্রেমবন্দী করে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করে থাকেন তারা।