
ওঙ্কার ডেস্ক:লালগোলা মৎস্য সমবায় সমিতির নির্বাচনে উলটপুরান।, বাম- কংগ্রেস – বিজেপি জোটের কাছে পর্যদুস্ত তৃনমূল।৪৬ টির মধ্যে ৩৮ টি আসন জিতলো বিরোধীরা।ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে।রবিবার লালগোলা পদ্মা ফিশারম্যানস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ১১ টা নাগাদ শুরু হয় ভোটদান প্রক্রিয়া। এই সমবায় সমিতির মোট ভোটার ছিলেন ১১৪৩ জন। যার মধ্যে ১০৬৬ জন পুরুষ ভোটার এবং ৭৭ জন মহিলা ভোটার । মোট প্রার্থীর সংখ্যা ৭৬ জন। মোট আসন সংখ্যা ৪৬ টি। চারটি আসনে নির্বাচন হয়নি। । বাকি ৪২ টি আসনে ভোটদান হয় । নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা যায় বাম – বিজেপি – কংগ্রেসের কাছে গোহারান হারে রাজ্যের শাসক দল।৪৬ টি আসনের মধ্যে ৪২ টি তেই জয় পায় বিরোধীরা।
তৃনমূলের দুর্নীতির বিপক্ষে রায় দিয়েছেন সাধারণ মানুষ বলে দাবি জোট প্রার্থীদের।