
নিজস্ব প্রতিনিধিঃ ফের একবার জাতীয় কংগ্রেসে ভাঙন ধরালো তৃনমূল কংগ্রেস। এবারে ভাঙন ধরলো সামসেরগঞ্জে। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়লাভের পরেই রবিবার সকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সামসেরগঞ্জের বোগদাদনগর অঞ্চলের কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ, বুথ সভাপতি রোসিকুল ইসলাম, বদরুল শেখ সহ শতাধিক কর্মী সমর্থকেরা।
এদিন সামশেরগঞ্জের পুঠিমারিতে বিধায়কের নিজস্ব বাসভবনে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের তৃণমূলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি তথা সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।
যোগদানের সময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক জাকির হোসেন, বোগদাদনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেমান আলী সহ যুব সহ-সভাপতি আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃৃবৃন্দ। ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট ও বিজেপির পরাজয় এবং তৃণমূল প্রার্থীর জয় লাভের পরেই জাতীয় কংগ্রেসে ভাঙ্গন ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।