
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: রবিবার সকালে সন্দেশখালি কান্ডে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে বাঁশদ্রোণির থানার পুলিশ। বিকেলে বাঁশদ্রোণি থেকে বসিরহাটে নিয়ে যাওয়া হয় নিরাপদ সর্দারকে। এরপর বসিরহাট থানার বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে করেন সি পিআইএম কর্মী সমর্থকরা। সোমবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি এই ঘটনার জেরে সোমবার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম।