
অরিন্দম হরি,সন্দেশখালি: শুক্রবারের ঘটনার পর থেকে থমথমে সন্দেশখালি। এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম।মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তালাবন্ধ শেখ সাজাহানের তিনটি বাড়ী।ঘটনার বিষয়ে কথা বলতে চাইছেন না কেউই। উল্লেখ্য শুক্রবার সন্দেশখালি সরবেড়িয়াতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে পৌঁছে তারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন। শেখ শাহজাহানের অনুগামীরা রীতিমতো আক্রমণ করেন ইডি আধিকারিকদের মারধর করা হয়। গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের একরকম এলাকাছাড়া করা হয়। ইডির ৩ আধিকারিক আহত অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনার পর পরই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে।