
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি:
সন্দেশখালিতে গ্রামবাসীদের বিক্ষোভ অব্যাহত রবিবারও।একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে রামপুর বাজারে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
সন্দেশখালি রামপুর দুই নম্বরে গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লা, তৃণমূল নেতা হাশেম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের জোর করে জমি দখল করে রেখে, গত তিন বছর ধরে অত্যাচারের অভিযোগ উঠেছে। এছাড়াও একাধিক অভিযোগের ভিত্তিতে এই তিন তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন টায়ারে আগুন জ্বালিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা।