
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: রবিবার সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াল ‘আক্রান্ত আমরা’ সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধি দল। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী অরুনাভ গাঙ্গুলি,প্রমিলা রায়,সুটিয়ার প্রতিবাদি মৃত বরুণ বিশ্বাসের দিদি সহ অন্যান্যরা। প্রতিনিধি দলটি এদিন পুলিশের চোখে ধূলো দিয়ে ধামাখালী ফেরিঘাট পার হয়ে সন্দেশখালীর পাত্রপাড়া,কলোনী পাড়, আদিবাসী পাড়ায় গিয়ে নির্যাতিত মহিলাদের সাথে কথা বলেন।
অম্বিকেশ মহাপাত্র জানান,দিন কয়েক পরে কলকাতার একটি অডিটরিয়ামে সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।সেই সভায় আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম