
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি : বছরের শুরুতেই যে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল, শেখ শাহজাহান ও তার শাগরেদদের অত্যাচারের বিরুদ্ধে লাঠা-ঝাঁটা হাতে রাস্তায় নেমে এসেছিলেন গ্রামের মহিলারা, ভোটের মুখে সেই সন্দেশখালি রঙিন হয়ে উঠেছে সবুজ আবিরে। সোমবার ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে হল ১০০০ টাকা। সেই খুশিতেই সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালির প্রতিবাদীরা।
মহিলারা বলছেন, ‘আমাদের আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে ছিল না। দলের তিন নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছি। তারা জেলে আছে শাস্তি পাচ্ছে. এতেই আমাদের শান্তি. আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো’।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভার সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ মল্লিক, আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে উলু শঙ্খ ধ্বনি নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন এলাকার মহিলারা। সেই ছবি দেখা গেল সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উত্তর দ্বাড়ির জঙ্গল, কর্ণখালি সহ বেশ কিছু গ্রামে।