
অরিন্দম হরি,সন্দেশখালি: সোমবার সন্দেশ খালি এসে পৌঁছান রেখা শর্মার নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের তিন জনের প্রতিনিধি দল।তারা সন্দেশ খালির অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন।এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সোমবার দুপুর বারোটা নাগাদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ তিন জনের প্রতিনিধি দল পৌঁছান সন্দেশখালির ধামাখালি ঘাটে। সেখান থেকে টোটো করে সন্দেশখালির বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম পরিদর্শন করেন। এবং বলেন দীর্ঘদিন ধরে যেসব মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেই সব কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন।সেইমতো সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড়া এলাকায় যেখানে সব থেকে বেশি মহিলারা নির্যাতিতা হয়েছেন তাদের সঙ্গে গিয়েও দেখা করেন রেখা শর্মা। অপরদিকে এলাকার একাধিক মহিলা মুখে কাপড় ঢেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ,তারা কিভাবে দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন ।সে বিষয়ে সবিস্তারে জানিয়েছেন মহিলা কমিশনকে।
উল্লেখ্য জানাগেছে মহিলা কমিশনের সদস্যরা দেখা করবেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক সহ বসিহাট জেলার পুলিশ সুপাররের সঙ্গে।এবং এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠাবেন ।