
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: সন্দেশখালীতে উত্তেজনা ও অশান্তি ছড়ানোর অভিযোগে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করলো পুলিশ। জানা গেছে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলো তৃনমূল নেতা শিবু হাজরা । উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবু হাজরাকে খুনের চেষ্টা, জনতাকে উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধে প্ররোচনা দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নিয়ে বিক্ষোভ সংগঠন করা , অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং পুলিশকে হেনস্থা করার অভিযোগ করা হয়েছে নিরাপদ সর্দার সহ অন্যদের বিরুদ্ধে।প্রসঙ্গত, শনিবারই গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দারকে । পাশাপাশি সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পাকড়াও হয়েছেন বিকাশ সিং নামে এক বিজেপি নেতা। । বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক।এবার গ্রেফতার করা হলো সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে