
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি:
শনিবার উত্তপ্ত সন্দেশখালিতে কড়া নিরাপত্তার মধ্যে এসে পৌঁছান তৃণমূল সরকারের মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তাঁরা এলাকা ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । তাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের একজন ডিএসপি এবং একজন অ্যাডিশনাল পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ আধিকারিক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর সুজিত বসু বলেন। আমরা মানুষের অভিযোগ শুনে তাদের সমস্যার সমাধান করছি।মানুষের কেড়ে নেওয়া জমি ফেরত দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
এই প্রসঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন যারা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে ,তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সরকার।
প্রসঙ্গত শুক্রবার দিনভর দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালির বেড়মজুর। বিক্ষোভ, আগুন, অবরোধ লেগে থাকে এলাকাজুড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয় 144 ধারা। সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসায় পুলিশ।তাই শনিবার সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনী তে মুড়ে ফেলা হয়েছে সন্দেশখালি। এলাকায় যেতে হল আগে পার হতে হচ্ছে পুলিশের দু’টি নাকা চেকপোস্ট।এর হাত থেকে রেহাই পাননি দুই মন্ত্রী ও।