
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি:
সন্দেশখালির একাধিক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে।ধর্ষণ ও করা হয়েছে কয়েকজন মহিলাকে ।তাদের একজন আমার সঙ্গে এসে থানায় অভিযোগ ও দায়ের করেছেন।সন্দেশ খালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলে এই কথাই জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা।সোমবার সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল গ্রামের নির্যাতিতা মহিলা ও সাধারণ মানুষের সমস্যা শোনার পর সরাসরি টোটো করে গ্রাম থেকে বেরিয়ে সন্দেশখালি থানাতে আসেন ৷ থানায় ঢুকে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেন। তাদের সঙ্গে চারজন নির্যাতিতা মহিলা ছিলেন। থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান অত্যাচারিত মহিলার দুরবস্থার কথা।জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা থানায় ঢুকেছেন খবর পেয়ে আরো অনেক গ্রামবাসীরা সাহস পেয়ে অভিযোগ জানাতে থানায় আসেন ৷তাদেরকে থানার গেটের সামনে আটকে দেওয়া হয়। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সন্দেশ খালি থানা চত্বরে।