
ওঙ্কার ডেস্ক : ফের সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের। সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই। রাজ্যের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। ‘রাজ্য কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে ?’, প্রশ্ন শীর্ষ আদালতের.
প্রসঙ্গত, এই বছরের শুরুতেই রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি. শাহজাহান-বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি-র আধিকারিকরা. এরপর থেকেই শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে জমি দখল থেকে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ ওঠে. দীর্ঘদিন বেপাত্তা ছিলেন সন্দেশখালির ‘ত্রাস’. অবশেষে, ফেব্রুয়ারির শেষে গ্রেফতার হন শেখ শাহজাহান. এই মামলার জল গড়ায় হাইকোর্টে. সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত. সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য. সোমবার ৮ জুলাই বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়. সেই মামলাতেই রাজ্যের আর্জি খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট. বহাল থাকলো সিবিআই তদন্তের নির্দেশ.