
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি:
উত্তেজনা থামার কোন লক্ষন নেই সন্দেশখালিতে। বুধবার সকাল থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাবার পাশপাশি থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন বেড়মজুর এলাকার ঝুপখালি এলাকার মহিলারা।পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের।
বুধবার সকাল থেকে ফের উত্তেজনা সন্দেশ খালির বেড়মজুর এলাকার ঝুপ খালি এলাকায়। এদিন রাস্তায় নেমে হাতে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি বিক্ষোভকারী মহিলাদের বহিরাগত বলেছেন এই মন্তব্যের প্রতিবাদে এবং শেখ শাহাজাহান ও তার ভাই শেখ সিরাজউদ্দীনকে গ্রেফতারের দাবিতে এদিন মহিলারা গন স্বাক্ষর জমা দেন। পাশাপাশি ঝুপখালী এলাকায় বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখাতে দেখাতে তারা বেড়মজুর এলাকার পুলিশ সহায়তা ক্যাম্পে এসে একটি ডেপুটিশন জমা দেন ।
উল্লেখ্য ৫ ই জানুয়ারি ইডির উপর হামলার পর থেকে ৫৫ দিন অতিক্রান্ত ,কিন্তু এখনও অধরা সন্দেশ খালির শেখ শাহজাহান। সেই শাজাহান অন্যান্য তৃনমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের সম্মান হানি,শারীরিক অত্যাচার সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন স্থানীয় মহিলা ও গ্রামবাসীরা।প্রায় নিত্য দিনই প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনে সামিল হচ্ছেন মহিলারা।বুধবার ও তার ব্যতিক্রম হয়নি