
ওঙ্কার ডেস্ক:তৃণমূলের দুষ্কৃতীদের রুখতে ও পুলিশের অত্যাচার রুখতে সন্দেশখালিতে ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় বসে রাত জাগছেন এলাকার মহিলাদের একাংশ। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে। পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বেড়মজুর এলাকার মহিলাদের একাংশ। তাই পুলিশের এই অত্যাচার রুখতে এবং তৃণমূলের দুষ্কৃতীরা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য রাত জেগে বেড়মজুর এলাকায় রাস্তায় বসে গ্রাম পাহারা দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা। একেবারে হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে বসে রয়েছেন।।পয়লা জুন বসিরহাট কেন্দ্রের নির্বাচন।তার আগে ফের সন্দেশখালিতে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে