
শান্তনু পান, মেদিনীপুর:
মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের তৃণমূল ছাত্র পরিষদ নেতারা বিভিন্নভাবে টর্চার করে। দেওয়া হয় নানা হুমকি। এমন অভিযোগ তুলে সেই সমস্ত ছাত্রদের কলেজ থেকে বহিষ্কারের দাবি করে মেডিকেল কলেজের প্রিন্সিপালের রুমের সামনে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখালো জুনিয়র ডাক্তাররা। এদিন প্রিন্সিপালের রুমের সামনে এবং মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখায় তারা। লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন ও তারা প্রিন্সিপালের কাছে। অভিযুক্ত এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা মোস্তাফিজুর রহমান এর সাথে আরজিকর কান্ডের সাথে জড়িত সন্দীপ ঘোষের একটি ছবি দেখিয়ে, মোস্তাফিজুর রহমানকে কলেজ থেকে বের করার দাবি করেন তারা। কলেজের এই ছাত্রদের অভিযোগ, টিএমসিপি-র ছাত্রনেতারা নানাভাবে অত্যাচার করে মেদিনীপুর মেডিকেল কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের এই নেতৃত্বদের মধ্যে অন্যতম হলো এই কলেজের ই প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান। সে বিভিন্নভাবে জুনিয়র ডাক্তারদের হেনস্থা করে এবং হুমকি দেয় বলে অভিযোগ। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে জুনিয়র ডাক্তাররা নিরাপদ নয় বলেও দাবি করেছেন তারা। মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী সুবিচারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ আন্দোলন তুলে নেন জুনিয়র ডাক্তাররা।