
শঙ্কু কর্মকার:দক্ষিণ দিনাজপুর:
আর জি কর কাণ্ডে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ASI অনুপ দত্তকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইল এলাকার বাসিন্দা অনুপ দত্ত এলাকায় পরিচিত পরোপকারী হিসেবে। কিন্তু এই ঘটনা সামনে আসতেই তার এই পরিচিতি প্রশ্নের মুখে পড়েছে।, তবে, অনুপ দত্তের প্রতিবেশীরা দাবি করছেন, অনুপ বাবু ভালো মানুষ।সবসময় এলাকাবাসীদের বিপদে সাহায্য করতেন ।তার স্ত্রীও বলছেন, “বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, তবে স্বামী এই ঘটনায় জড়িত নয়।সূত্রের খবর, এই অনুপ দত্তের মাধ্যমেই যাবতীয় সুযোগ-সুবিধা পেত অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু এক ASI কীভাবে এত সুযোগ-সুধিবা পাইয়ে দিতেন সঞ্জয়কে।পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।