
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: ৫ সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভায় উপনির্বাচন।ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দল গুলির প্রচারের ঝড়। বিজেপির প্রার্থী হয়েছেন শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। সোমবার দুপুরে মতুয়া সংগঠনের তরফে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। তবে বিজেপির নজরে মূল লক্ষ্য মতুয়া গড়ের ভোট সংখ্যা। তাই এদিন তাপসী রায়ের সমর্থনে র্যালিতে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি শান্তনু ঠাকুর। পাশাপাশি ধুপগুড়ি বাস টার্মিনাস এলাকায় প্রচার সারলেন তিনি। উপনির্বাচনে বিজেপি ফের জয়লাভ করবে বলে দাবি শান্তনু ঠাকুরের।
২০২১ নিবার্চনে তৃনমূলের প্রতিদ্বন্দ্বিকে ৪৩৫৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। যদিও এবছরের কলকাতায় বাদল অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু হয় তাঁর। তবে এখন দেখার বিষয় ধুপগুড়ি উপনির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে কতটা সক্ষম হবে পদ্ম শিবির।