
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : দোরগড়ায় লোকসভা ভোট। জেলায় জেলায় জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসকদল। পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে বেশকিছু জায়গায়। এদিকে ভোট যত কাছে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ।
এবার বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রাতের অন্ধকারে পড়লো তোলাবাজ পোস্টার৷ পোস্টারে ছয়লাপ বনগাঁ স্টেশন চত্বর। এছাড়াও ট্রেনের গায়েও লাগানো হয়েছে পোস্টার৷ পোস্টারে লেখা হয়েছে “তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়’। উল্লেখ্য, পোস্টারের নিচে লেখা রয়েছে, বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি | এ প্রসঙ্গে এলাকার বিজেপি নেতা বলেন, বনগাঁয় শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই ভয় কাঁপছে তৃণমূল। তারাই এই পোস্টার লাগিয়েছে
পোস্টার লাগানোর এই ঘটনায় গোপালনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দত্ত গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল। পাশাপাশি তাঁর কটাক্ষ, বনগাঁয় শান্তনু ঠাকুরের একটি গ্রুপ এবং আশোক কীর্তনিয়ার আরেকটি গ্রুপ।
কে লাগালো পোস্টার? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বনগাঁর ওলিতে গলিতে। ভোটের আগে এই দাবি পাল্টা দাবিতে চরমে রাজনৈতিক তরজা।