
নিজেস্ব প্রতিনিধি, হাওড়াঃ সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন। ঘিঞ্জি এলাকা হবার ফলে ঘটনাস্থলে পৌছতে পারল না দমকলের ইঞ্জিন। তবে হতা হতের কনও খবর নেই। আগুন আপাতত নিয়ন্ত্রণে।
সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় আগুন। ভোর প্রায় চারটে নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন। গেঞ্জি এলাকা হবার ফলে ঘটনাস্থল পর্যন্ত দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল এস.আই, প্রদীপ পাল জানান, একটি পাম্প দিয়ে পুকুর থেকে জল নিয়ে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এক ঘন্টার মধ্যে।
ঘটনা কোনরকম হতা হতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি।