
সুকান্ত চট্টোপাধ্যায়, বাগদা : আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম নজরকাড়া বাগদা বিধানসভা। শুক্রবার মনোনয়ন জমা দিলেন বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার.এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় নির্দল প্রার্থী বলেন, ‘বিজেপির বহিরাগত প্রার্থীকে মানতে নারাজ বাগদার মানুষ. প্রকৃত বিজেপি কর্মীরা আমার সঙ্গেই আছেন’. পাশাপাশি তাঁর অভিযোগ, ‘নিজেদের লাভের জন্য বহিরাগত প্রার্থী দিয়েছেন শান্তনু ঠাকুর’.
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বকেই তুলে ধরেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ. এবার উপনির্বাচনের আগেও বাগদা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির. গত সোমবার নিজেদের প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকদের একাংশ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে তারা কেউ বিজেপিকে ভোট দেবেন না। সেই মতো আসন্ন বাগদা উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল বিক্ষুব্ধ বিজেপি। তবে এই নির্দল প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। তাদের দাবি এই কেন্দ্র থেকে প্রকৃত পদ্ম প্রার্থীই জয়লাভ করবে.