
বাবলু প্রামাণিক:বারুইপুর: এপ্রিলেই তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় থাকা কার্যত অসহনীয় হয়ে উঠছে।তবে তার জন্য জন্য থেমে নেই ভোট প্রচার।
শুক্রবার সকালে দাবদাহ মাথায় নিয়ে বারুইপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এদিন তিনি দমদমা থেকে ঘাটকান্দা পর্যন্ত প্রচার করেন। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বে বিধায়ক বিভাগ সরদার বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। সাংবাদিকের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বললেন অতিরিক্ত গরম উপেক্ষা করে মানুষের কাছে আসছি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। সঙ্গে রেখেছি একটিমাত্র সাদা ওড়না ওটা দিয়ে মাথাটা ঢেকে রেখেছি। সঙ্গে ওআরএস ও জল আছে।