
নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ব্যস্ত প্রচারে।বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার সায়নী ঘোষের। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে উত্তরভাগ বাস স্ট্যান্ড সংগ্রহ এলাকায় প্রচার সারলেন তিনি। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী ও রামনগর দু’নম্বর অঞ্চলের প্রধান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বলেন বৃষ্টি তৃণমূলের কাছে কিছু না। রোদ জল বৃষ্টির মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের কাছে প্রচার করেন। তৃণমূল সব সময় মানুষের পাশে থেকেছে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে ।আগমী দিনেও থাকবে। শীত গ্রষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধাযায়ই ভরষা।