
ওঙ্কার ডেস্ক : সপ্তম দফায় ভোট যাদবপুর সহ আরও ৮ টি কেন্দ্রে. বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ. এদিন বৃষ্টি মাথায় নিয়েই জেলাশাসকের দফতরে তাঁর নমিনেশন জমা দিলেন তারকা প্রার্থী সায়নি. তাঁর সঙ্গে ছিলেন মন্ত্তর অরূপ বিশ্বাস সহ প্রচুর কর্মী-সমর্থক. সাযনী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হোক, সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুক, এটাই চাই’.
যাদবপুরের পাশাপাশি ১লা জুন ভোট রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রেও. এদিন আলিপুর গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মালা রায়. সঙ্গে ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার এবং মেয়র ফিরহাদ হাকিম. সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, এই কেন্দ্রে থেকে মালা রায়ই জিতবেন