
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: যাদবপুরের মতো মর্যাদাপূর্ণ আসনে লড়ে বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ. কথা দিয়েছিলেন সাধারণ মানুষের পাশে থাকবেন. এবার সেই প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারুইপুর কিষান মান্ডিতে জমি পরিদর্শনে সায়নী ঘোষ.
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে জানিয়েছিলেন, বারুইপুরে ফুড প্রসেসিং ও কোল্ড স্টোরেজ সেন্টার তৈরি হতে চলেছে। এবার তাই জায়গা দেখার জন্য কিষাণ মান্ডির আশেপাশে যে জমি আছে সেই জমি পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ. এদিন সায়নীর সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ও কৃষি আধিকারিক।